চীন নীতির বিরোধিতা থেকে পিছু হটলেন-ডোনাল্ড ট্রাম্প!

এবিসি নিউজ বিডি, ঢাকাঃ

হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশের মাধ্যমে  জানানো হয়েছে। তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন সেখান থেকে তিনি পিছু হটেছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প তাকে বলেন, তার দেশ এক চীন নীতির প্রতি সম্মান দেখাবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, টেলিফোন আলাপে ট্রাম্প এবং শি বিভিন্ন ইস্যুতে দীর্ঘ সময় আলোচনা করেছেন এবং এক চীন নীতির প্রতি সম্মান দেখাতে শি ট্রাম্পকে অনুরোধ করলে তিনি তাতে সম্মতি প্রকাশ করেন। এছাড়া, এ আলোচনা খুবই হৃদ্যতাপূর্ণ এবং আন্তরিক ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে। টেলিফোনে আলাপকালে দুই জনই একে অপরকে তাদের নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

গত নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার পর ক্ষমতা গ্রহণের আগেই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘এক চীন’ নীতির প্রতি ওয়াশিংটনকে সমর্থন জানাতেই হবে এমন কোনো কথা নেই। এছাড়া ক্ষমতা গ্রহণের আগেই তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। বিষয়টিকে ভালো চোখে দেখেনি বেইজিং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ