রাজনীতিতে আসছে মেরিলিন মনরো

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ
মেরিলিন মনরো ছিলেন মার্কিন অভিনেত্রী, মডেল এবং গায়ক। যিনি তার সময়ের একজন প্রধান আবেদনময়ী হয়ে ওঠেন এবং ১৯৫০ ও ১৯৬০ দশকে উল্লেখযোগ্য সংখ্যক বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৬২ সালের ৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে মাত্র ৩৬ বছর বয়সে, মাত্রাতিরিক্ত বড়ি খেয়ে আত্মহত্যা করেছিলেন ।

কিন্তু কিভাবে তাকে দেখা যাবে ঢালিউডের তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’র টাইটেল গানে? আসলে মেরিলিন মনরোর সাজে বিপাশা কবিরের নাচেই আবার ফিরে পাবে প্রয়ত বিখ্যাত হলিউড কন্যা মেরিলিনকে ।
“প্রেমের জন্য জীবন বাজি প্রেমের এই রীতি, প্রেমের মাঝে চলবে না রে কোন রাজনীতি”-কবির বকুলের লেখা এই গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান। আর কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী।

এ প্রসঙ্গে বুলবুল বিশ্বাস বলেন, মেরিলিন মনরোর নাম শুনলেই প্রথমেই মনে পড়ে ‘সেভেন ইয়ার ইচ’ চলচ্চিত্রে তার স্কার্ট উড়ে যাওয়ার এই দৃশ্যটি এবং আমি উনার বিশাল ভক্ত। মনের মধ্যে এই দৃশ্যটি রি-ক্রিয়েটের এক বিশাল ক্ষুধা ছিল। বিপাশা কবির এর সাথে প্রথম সাক্ষাতেই মনে হয়েছিল, আমার সেই ক্ষুধা পূরণের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। পেয়ে গেছি আমি আমার মেরিলিন মনরোকে।
জানুয়ারীর ৩০, ৩১ এবং ফেব্রুয়ারীর ১ তারিখ পূবাইলস্থ উলুখোলার ‘মেঘ বাড়ি’ রিসোর্টে চিত্রায়িত এই গানটিতে আরও অংশ নেন অমিত হাসান, শিবা সানু এবং ডিজে নাদিম।

আর এই বিখ্যাত ড্রেসটি “রাজনীতি”-র জন্য ডিজাইন করেন ডিজাইনার মুসকান সুমিকা। নৃত্যবিন্যাস করেছেন বর্তমান সময়ের আলোচিত করিওগ্রাফার আরিফ-রোহান।

এ্যারো মোশন আর্টস এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ।
উল্লেখ্য, অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন, অমিত হাসান, আলী রাজ, সাদেক বাচ্চু, ডি জে সোহেল, সাবেরী আলম, রেবেকা, সম্পা রেজা, দেবাশীষ বিশ্বাস, সিবা শানু, সুব্রত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ