বাজারে আসুসের সপ্তম প্রজন্মের মাদারবোর্ড

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: মাদারবোর্ড হল ব্যাক্তিগত কম্পিউটারের মত জটিল ইলেকট্রনিক সিস্টেম এর মূল সার্কিট বোর্ড(পিসিবি)। মাদরবোর্ডকে কখনও কখনও মেইনবোর্ড বা সিস্টেম বোর্ড -ও বলা হয়। তবে ম্যাকিনটোশ কম্পিউটারে এটিকে লজিকবোর্ড[১] বলা হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়।

সেই ধারাবাহিকতায় কম্পিউটারে উন্নত পারফরম্যান্স ও গ্রাহকদের চাহিদা পূরণে দেশের বাজারে এসেছে সপ্তম প্রজন্মের আসুস মাদারবোর্ড।

এই নতুন ২০০ সিরিজের গেমিং মাদারবোর্ডগুলো ইন্টেলের সর্বাধুনিক সপ্তম প্রজন্মের ক্যাবিলেক প্রসেসর সাপোর্ট করে। মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৮০০ টাকা থেকে শুরু করে ৩৭,০০০ টাকা পর্যন্ত। এবং সঙ্গে থাকছে ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

আসুস ব্র্যান্ডের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড এনেছে নতুন সিরিজের এসব মাদারবোর্ড। পাওয়া যাচ্ছে প্রযুক্তি বাজারগুলোতে। আরো জানতে ভিজিট : https://globalbrand.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ