সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হাতে এটিএন নিউজের সাংবাদিক ও ক্যামেরাপার্সন নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার সকাল ১১ মানবন্ধন করেছে জামালপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। জামালপুর শহরের দয়াময়ী চত্বর শহীদ মিনারের পাদদেশে মানববন্ধনে জেলার সকল সাংবাদিকরা একাত্মতা ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদা, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, চ্যানেল টুয়েন্টিফর ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি জাহিদ হাবীব, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি দুলাল হুসাইন, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, অনলাইন বাংলার চিঠির মোস্তফা মঞ্জু প্রমুখ।

এ সময় বক্তারা, ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। একই সাথে নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ