আন্দোলনের নামে সহিংসতা করলে অবস্থা বুঝে ব্যবস্থা

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বিএনপি আন্দোলনে নামলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আন্দোলনের নামে সহিংসতা করা হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করে দিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে আসেন কাদের।

এ সময় বিএনপি নেতা মওদুদের আন্দোলনের হুমকির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি কার্যালয়ে এখন একদল আরেকদলকে বলে সরকারের দালাল। তারা আগে নিজেরা এক হোক। কমিটির ৫৯৬ জন আগে মাঠে নামুক।

কাদের বলেন, আন্দোলন হলে ভালো। অনেকদিন মওদুদ সাহেবকে রাজপথে দেখা যায় না। আগে তিনি মাঠে নামুন। তাদের আন্দোলন আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তিনি বলেন, তবে আন্দোলনের নামে সহিংসতা করা হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ