জন্মভূমির প্রতি মধুসূদনের অনুরাগ আগামী প্রজন্মের কাছে দেশপ্রেমের নিদর্শন হয়ে থাকবে

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জন্মভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের গভীর অনুরাগ আগামী প্রজন্মের কাছে দেশপ্রেমের চিরন্তন নিদর্শন হিসেবে চির-জাগরুক থাকবে।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ‘মধুমেলা-২০১৭’ অনুষ্ঠিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
মাইকেল মধুসূদন দত্ত বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন, উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাঁর (মধুসূদনের) হাতে বাংলা সাহিত্য পেয়েছে নবরূপ, হয়েছে সমৃদ্ধ ও ঐশ্বর্যমন্ডিত। তিনি একাধারে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্যের রচয়িতা, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেট রচয়িতা ও আধুনিক শিল্পকলাসম্মত নাট্যকার।
আবদুল হামিদ বলেন, অভূতপূর্ব সৃষ্টি-নৈপূণ্য প্রদর্শন করে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে পথিকৃতের ভূমিকা পালন করেছেন। মহাকবির স্বাজাত্যবোধ সুগভীর, সেই সঙ্গে সর্বমানবের সঙ্গে তাঁর যোগও নিবিড়; শব্দ প্রয়োগের নিপুণতায় বিশ্ব শিল্পীদের সভায় তিনি একজন প্রথম শ্রেণির শিল্পী, আর হৃদয়ধর্মে তিনি রাজাধিরাজ। তাঁর জীবনকাল মাত্র ঊনপঞ্চাশ বছরের। এই অপেক্ষাকৃত স্বল্পায়ু জীবনে কবি তাঁর লেখায় যে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তা এক কথায় বিস্ময়।
বাংলাভাষা ও সাহিত্যের আলোকদিশারী এই কবির জন্মবার্ষিকীতে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি ‘মধুমেলার’ সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ