মুক্তি পাচ্ছে রাতাশ্রী’র বহুল প্রতীক্ষিত “তুখোড়”

সাইফুল ইসলাম শাহীন, প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা: আর অপেক্ষানয় আগামী শুক্রবার ২০ জানুয়ারিই মুক্তি পাচ্ছে “তুখোড়”। এরেই মধ্যে ৬০ এর বেশি হলও বুকিং হয়েছে । অনেকটা উচ্ছ্বাসিত হয়ে পজেটিভ সিস্টেম্স এন্ড সাপোর্টসের কর্ণধর এহ্‌তেশামুল হক সানজিব একথা জানান।

ইতিমধ্যে গত ৬জানুয়ারি এ সময়ের ব্যয়বহুল অ্যাকশন থ্রিলারধর্মী  চলচ্চিএটির  মুক্তি পাওয়ার সব প্রস্তুতি থাকা সত্ত্বেও রিলিজ করেননি প্রযোজনা প্রতিষ্ঠান । কারন হিসেবে তিনি উল্লেখ করেন একই দিনে তাদের ঘরনার আর একটি ছবি মুক্তি পাচ্ছে তাই তারা একটু দেরি করছে।

আর নায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ওপার বাংলার  ২০১৪ সালে, বিজ্ঞাপনের মডেল হয়ে জনপ্রিয় হওয়া তারকা রাতাশ্রী দত্ত। প্রথম সিনেমাতেই তিন নায়িকার বিপরিতে  দেখা যাবে নবাগত নায়ক শিবলি নোমানকে। এতে আরও অভিনয় করেছেন শক্তিশালী আভিনেতা আলীরাজ,  একসমায়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ, লাক্স চ্যানেল আই সুন্দরী সামিহা খান,  শিমুল খান, মাহমুদুল ইসলাম,  সাদিয়া সোমা,  রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী,  রাশেদ মামুন ও শায়েরী।

এ সিনেমাটির চারটি গানের অধিকাংশই বাংলাদেশের মনোরম লোকেশনের পাশাপাশি শুটিং হয়েছে ব্যাংককের ফুকেট ও অস্ট্রেলিয়ার সিডনিতে। কলকাতার রেন্ট সিনেমাটিক্স এবং ই. কিউ. মিউজিক স্টেশনের কারিগরি সহযোগিতায় ছবির সবক’টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এসমায়ে দেশের সঙ্গীত জগতে উচ্চস্থানে থাকা কণ্ঠশিল্পী বেলাল খান, তানভীর আলম সজীব এবং ওপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাছাড়া টাইটেল সং টি করেছেন প্রত্যয় খান।

প্রযোজক এহ্‌তেশামুল হক সানজিব বলেন, একটি পরিপূর্ণ চলচ্চিত্র নির্মাণের জন্য যা যা প্রয়োজন সবই করার চেষ্টা করছি। কোথাও আমরা কোনো কমপ্রোমাইজ করিনি। আশা করছি ‘তুখোড়’ দর্শকের হৃদয় কিছুটা হলেও নাড়া দেবে। সিনেমাটির কাহিনি লিখেছেন মাহমুদুল হক রাজীব। আর পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও করেছেন মিজানুর রহমান লাবু।

ছবিটি প্রশাঙ্গে পরিচালক বলেন, এটি মৌলিক গল্প। আর এটাকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি । তার মতে, ‘মৌলিক গল্পই পারে চলচ্চিত্রের দর্শককে হলে ফিরিয়ে আনতে। মৌলিক গল্পই পারে ইন্ডাস্ট্রির সোনালি দিন ফিরিয়ে আনতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ