খলনায়িকা কাজল

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ১৯ বছর পর তামিল ছবিতে কাজ করছেন অভিনেত্রী কাজল। কাকতালীয় ব্যাপার হলো, ‘ভিআইপি টু’ নামের চলচ্চিত্রটির মাধ্যমে ১৯ বছর পর খলচরিত্রে দেখা যাবে তাকে!

কিছুদিন আগে টুইটারে কাজলের শেয়ার করা একাধিক ছবিতে ‘ভিআইপি টু’র নায়ক ধানুষ ও পরিচালক সৌন্দর্য রজনীকান্তকে দেখা গেছে তার সঙ্গে। তবে এতোদিনে তার খলনায়িকা হওয়ার খবর জানাজানি গেলো। সবশেষ ১৯৯৭ সালে ‘গুপ্ত’ ছবিতে নেতিবাচক চরিত্রে কাজ করেন তিনি।

শোনা যাচ্ছে, ‘ভিআইপি টু’তে ধ্রুপদী নায়ক ও ভিলেনের আমেজ পাওয়া যাবে। এতে ধানুষ ও কাজলের ধাওয়া-পাল্টা ধাওয়া দৃশ্য থাকছে। এটি তৈরি হবে তামিল ও তেলেগু ভাষায়। সংগীত পরিচালনা করছেন ‘কোলাভেরি ডি’খ্যাত অনিরুদ্ধ রবিচন্দর।

যদিও ‘ভিআইপি টু’ ছবিতে কাজ করা নিয়ে দ্বিধা ছিলো কাজলের মধ্যে। অবশ্য ছবিটি নিয়ে ৪২ বছর বয়সী এই তারকা এখন উচ্ছ্বসিত। তাকে সবশেষ ‘দিলওয়ালে’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় দেখা যায়। এতে তার সহশিল্পী ছিলেন শাহরুখ খান, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ