ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোন ষড়যন্ত্র রোধ করতে পারবে না।

তিনি সোমবার রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ বিষয়ক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও দৈনিক প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।

‘স্বাস্থ্য বাতায়ন’ সেবা গত বছরের ১৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে চালু হয়। এবছরের ২৫ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ পর্যন্ত ১৬২৬৩ নম্বরে মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা সুবিধা নিতে কল এসেছে ১৩ লক্ষ ৩ হাজার ৮৩২টি।

মোহাম্মদ নাসিম বলেন, বিভিন্ন চক্রান্ত করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না পেরে যারা আজ জঙ্গীদের অশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তারা নিজেরাই আবারো ব্যর্থ হবে। অবুঝ শিশুদেরকেও এরা জঙ্গীবাদের ঢাল হিসাবে ব্যবহার করছে যা কোন সুস্থ লোক ভাবতেই পারে না। এধরনের অসুস্থ কৌশল কোন ভাবেই সফল হতে পারে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন সঠিক সেবা পায় এলক্ষ্যে হাসপাতাল, ক্লিনিকগুলোকে যথাযথ মানে উন্নীত করার পাশাপাশি মেডিক্যাল শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। মানহীন ক্লিনিক বন্ধ করা হচ্ছে, নিম্নমানের মেডিক্যাল কলেজের কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ বক্তৃতা করেন।

সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ