জাতিসংঘ ভোটের সমালোচনায় নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অধিকৃত ফিলিস্তিন ভূ-খন্ডে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের অবসান ঘটানোর জন্যে জাতিসংঘ যে আহবান জানিয়েছে তা লজ্জাজনক।
তিনি জোর দিয়ে বলেন, ইসরাইল জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের শুক্রবারের ভোট মেনে চলবে না।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র জানান, এ প্রস্তাব ‘ইসরাইলি নীতির প্রতি একটি বড় আঘাত।’
যুক্তরাষ্ট্র ভেটো না দেয়ায় প্রস্তাবটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে পাস হয়। যুক্তরাষ্ট্র এতে ভোটদানে বিরত থাকে। এটি আমেরিকার দীর্ঘ দিনের নীতির পরিবর্তন।
সাধারণত ওয়াশিংটনকে নিন্দামূলক বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবেই ইসরাইলের পক্ষে অবস্থান নিতে দেখা যায়।
উল্লেখ্য, ইসরাইল এ প্রস্তাবের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহবান জানানোর পর মিশরের খসড়া প্রস্তাব প্রত্যাহার করে নেয়া হলেও মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সেনেগাল ও ভেনিজুয়েলা আবারো এ প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ