ইলেকটোরাল কলেজ ভোটেও ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ইলেকটোরাল কলেজ ভোটেও জয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ছয় সপ্তাহ পর ইলেকটোরাল কলেজ ভোটেও ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোট নিশ্চিত করেছে। এক প্রতিক্রিয়ায় ট্রাম্প দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করার জন্য আহ্বান জানান। তিনি সব মার্কিনের প্রেসিডেন্ট হবেন বলে আশ্বস্ত করেন।

আজ মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পকে সমর্থন না দিতে ইলেকটরদের একের পর এক ই–মেইল পাঠানো হয়েছিল এবং ফোন করা হয়েছিল। দুজন ইলেকটর ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, ডেমোক্র্যাট চারজন ইলেকটর হিলারি ক্লিনটনের পরিবর্তে অন্য একজনকে ভোট দিয়েছেন।

আগামী ৬ জানুয়ারি কংগ্রেসে বিশেষ যৌথ অধিবেশনে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে কি না, তা নির্ধারণের জন্য গতকাল সোমবার ৫০টি অঙ্গরাজ্যে এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫৩৮ জন ইলেকটর বা নির্বাচক বসেন। ইলেকটররা ট্রাম্পকেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেন।

গত ৮ নভেম্বরের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে হিলারি ক্লিনটন জয়ী হন। তিনি ট্রাম্পের চেয়ে প্রায় ৩০ লাখ ভোট বেশি পেয়েছেন। কিন্তু বেশ কয়েকটি বড় রাজ্যে সামান্য ব্যবধানে জয় পেয়ে অধিকাংশ ইলেকটোরাল ভোট করায়ত্ত করে ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে বিজয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ