রাশিয়ায় ৩৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাশিয়ার অধীন সাখা (ইউকুতিয়া) প্রজাতন্ত্রে ৩২ কর্মকর্তা ও সাতজন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম আরটি এ খবর প্রকাশ করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ‘ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফট ইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।’

সাখা প্রজাতন্ত্রের সরকার সংবাদমাধ্যম রিয়া নভোস্তির কাছে এ খবর নিশ্চিত করেছে। তবে বিধ্বস্ত হওয়ার পর কী হয়েছে, তা বিস্তারিত জানায়নি।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বিমানটি তিন টুকরো হয়ে গেলেও বিস্ফোরিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ