সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা

Nuরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার নতুন নিয়মের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক দল শিক্ষার্থীর অবস্থানের কারণে সেখানে গাড়ি চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। অন্যদিকে মহাখালীতে আধা ঘণ্টা সড়কে ছিলেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নেয় একদল ছাত্র। এদের অধিকাংশই সিদ্ধেশ্বরী কলেজসহ ওই এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

তারা শুরুতে যান চলাচল করতে দিলেও ১২টার দিকে সড়ক আটকে দেয়।

শাহবাগ থানার পরিদর্শক মো. শহীদ এবিসি নিউজ বিডিকে বলেন, ছাত্রদের বুঝিয়ে-শুনিয়ে সড়ক থেকে সরালে ১টা থেকে যান চলাচল শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, নতুন নিয়মের জন্য অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠতে পারেনি।

সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের মো. শরিফ হোসেন এবিসি নিউজ বিডিকে বলেন, তাদের কলেজ থেকে প্রথম বর্ষে এ বছর ১১০ জন পরীক্ষা দেয়। তবে পাস করে অল্প কয়েকজন।

গ্রেডিং পদ্ধতি করায় ফলের এই বিপর্যয় বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

তাদের দাবি, উত্তর পত্র মূল্যায়নে গ্রেডিং পদ্ধতি প্রদত্ত নম্বর ন্যূনতম ৪০ শতাংশ নম্বর থেকে চালু করতে হবে। আর উত্তরপত্র মূল্যায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্ত কলেজের শিক্ষক দ্বারা করতে হবে।

এদিকে বেলা পৌনে ১২টা থেকে মহাখালীর আমতলী মোড়ে সড়ক অবরোধ করে তিতুমীর সরকারি কলেজের একদল ছাত্র। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর তাদের তুলে দেয় পুলিশ।

তিতুমীর কলেজের প্রথম বর্ষের ছাত্র ফরহাদ হোসেন বলেন, আগে এক বিষয়ে ফেল করলেও পরবর্তী বর্ষে উঠে মানোন্নয়ন পরীক্ষা দেয়া যেত। এবার তা না করে তাদের ফেল করিয়ে দেয়া হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নতুন নিয়ম বাতিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য়ের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। এই দাবি লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে অনেকের কাছে।

শিক্ষার্থীরা জানান, একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনেক কলেজে বিক্ষোভ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ