সাইয়ের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ !

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের গৃহীত ‘এক চীন’ নীতি লঙ্ঘন করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে কথা বলেছেন ক্ষমতায় বসার অপেক্ষায় থাকা ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ‘এক চীন’ নীতি গ্রহণ করার পর থেকে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো নবনির্বাচিত প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট ফোনে সরাসরি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন। ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষিপ্ত হতে পারে চীন এবং তাতে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে।

ফোনালাপের বিষয়ে এক টুইটে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানাতে তাকে কল করেছিলেন সাই।’
অবশ্য আগেই আরেক টুইটে ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করে। অথচ আমি দেশটি থেকে কোনো অভিনন্দন বার্তা পেলাম না, বেশ আশ্চর্য!’

জানা গেছে, চলতি বছরের জানুয়ারির নির্বাচনে জয়ী হওয়ায় সাইকেও অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের কথোপকথনের পরও তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিগত কোনো পরিবর্তন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ