বাংলাদেশে প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহার পার্রিকার দুদিনের সফরে ঢাকায়  এসেছেন।

৩০ নভেম্বর (বুধবার) আসা এই সফরে একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো নিয়ে আলোচনা হবে। এর মধ্যে থাকবে সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং যৌথ মহড়া এবং সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের ক্ষেত্রেও থাকবে  সহযোগিতা।

এ দিকে, ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই বলছে, মিস্টার পার্রিকারের এই সফরের সময় দুদেশের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিষয় চূড়ান্ত করা হবে।

ডিসেম্বরের শেষের দিকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা, সেসময় এই চুক্তিটি সই হতে পারে।

তবে পিটিআই আরো বলছে, বাংলাদেশ চীনের কাছ থেকে সম্প্রতি যে দুটি সাবমেরিন পেয়েছে, তার সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরের কোন সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ