ট্রাম্পের আমেরিকা জয়  

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ বিশ্বকে হতবাক করে যুক্তরাষ্ট্রের ভোটাররা তাদের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে নিউ ইয়র্কের ধনকুবের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে ২৭০টি পেলেই চলে। রয়টার্সের তথ‌্য অনুযায়ী, সর্বশেষ প্রাপ্ত ফলে ট্রাম্প জিতে নিয়েছেন ২৯০টি ইলেকটোরাল ভোট। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি পেয়েছেন ২২৮ ভোট।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৮৩ বছর পর নতুন একজন প্রেসিডেন্ট এলেন, যার রাজনৈতিক পদে দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই। এর আগে যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রায় প্রত্যেকেই ছিলেন সাবেক গভর্নর, সিনেটর কিংবা পাঁচ তারকা জেনারেল।

অভিবাসী, মুসলমান ও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব‌্যের কারণে সমালোচনা, একের পর এক নারীর যৌন নিপীড়নের অভিযোগ, রিপাবলিকান পার্টির অনেক রথি-মহারথি সমর্থন প্রত‌্যাহার এবং অনেক বিশ্ব নেতা ও বুদ্ধিজীবীর প্রকাশ‌্যে অনাস্থা প্রকাশের কারণে ট্রাম্পের পক্ষে বাজি ধরার লোকেরও অভাব ছিল। ভোটের আগে সর্বশেষ জনমত জরিপে হিলারিকেই এগিয়ে রেখেছিল, বিবিসি, রয়টার্স, সিএনএন এর জনমত জরিপ।

কিন্তু রিয়েল এস্টেট, এনটারটেইনমেন্ট ও স্পোর্টস ইন্ডাস্ট্রির সফল ব্যবসায়ী ট্রাম্প শ্বেতাঙ্গ অধিপত‌্য ফিরিয়ে আনার যে স্বপ্ন দেখিয়েছেন, তার কাছে মিথ‌্যা হয়ে গেছে অন‌্য অনেক কিছু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সমর্থকদের উদ্দেশে ৭০ বছর বয়সী ট্রাম্প বলেছেন, তিনি হবেন ‘সব আমেরিকানের প্রেসিডেন্ট’। আমেরিকাকে তিনি ‘শীর্ষে’ রাখবেন সব সময়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ