নেইমারের পছন্দ ১১ নম্বর

neymarcnouস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বেছে নিতে বলা হয়েছিল ৭ অথবা ১১ এর মধ্যে যে কোন একটি। বার্সেলোনার জার্সি হিসেবে নেইমার ১১ নম্বরটি পছন্দ করেছেন বলে ব্রাজিলের গণমাধ্যমগুলো জানিয়েছে।

ক্যাম্পে ন্যুতে নেইমারের আসার আগে এই দুটি জার্সির কোনোটিই খালি ছিল না। তবে কয়েকদিনের ব্যবধানে স্ট্রাইকার ডেভিড ভিয়ার (৭) আতলেতিকো মাদ্রিদে এবং মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা (১১) বায়ার্ন মিউনিখে যাওয়ায় ঐ দুটি নম্বর থেকে একটি বেছে নেওয়ার সুযোগ পান ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।

সাবেক ক্লাব সান্তোসে ১১ নম্বর জার্সি পড়েই খেলতেন তিনি। ঐ জার্সি পড়েই ১৩৮ গোল করায় সান্তোসের ইতিহাসে পেলে পরবর্তী যুগের সেরা খেলোয়াড় ধরা হয় নেইমারকে।ব্রাজিলের গণমাধ্যমগুলো নেইমারের জার্সি বেছে নেয়ার খবর জানালেও বার্সেলোনার ওয়েবসাইটে এখনও এ নিয়ে কোনো ঘোষণা আসেনি।বার্সা কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব নেইমারের জার্সি নম্বর চূড়ান্ত করতে চায়। কারণ তা নিশ্চিত না হলে যে প্রবল চাহিদার নেইমারের জার্সি বিক্রি শুরু করতে পারছে না ক্লাবটি।বর্তমানে দেশে ছুটি কাটাচ্ছেন এই নেইমার। ২৫ জুলাই কাতালান ক্লাবটিতে অনুশীলনে যোগ দেয়ার কথা তার।গত মাসে বার্সেলোনার ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ পাঁচ কোটি ৭০ লাখ ইউরোর ট্রান্সফার ফিতে সান্তোস থেকে যোগ দেন নেইমার। এখানে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।এরপর কনফেডারেশন্স কাপে অনবদ্য খেলে ব্রাজিলকে হ্যাট্রিক শিরোপা জেতানোর পথে নেইমার হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ