গণমাধ্যমের স্বাধীনতাকে আরো বিকশিত করেছে ৫৭ ধারা

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা সাংবাদিকতার ক্ষেত্রে অন্তরায় নয়। এই ধারা গণমাধ্যমের স্বাধীনতাকে আরো বিকশিত করেছে  বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।

২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে ‘তথ্য অধিকার দিবস’ উপলক্ষে তথ্য মন্ত্রণালয় এক সংবাদ সম্মেল এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত যেসব সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, তারা সাংবাদিকতার জন্য গ্রেপ্তার হননি। তারা গ্রেপ্তার হয়েছেন সাংবাদিকতার নামে অপরাজনীতির কারণে।

হাসানুল হক ইনু বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর তথ্যের ব্যাপক আদান-প্রদান শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ