কাশ্মির নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ভারতকে ঠেকাতে প্রয়োজনীয় সব কিছু করবে পাকিস্তান। ভারত বিপুল অস্ত্রভান্ডার গড়ে তুলছে। সেক্ষেত্রে যে কোন মুহূর্তে ভারতের দ্বারা আক্রান্ত হবার ঝুঁকিতে আছে পাকিস্তান। নিউইয়র্কে চলা জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এসময় কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হবার আশংকাকে বিশ্ব নেতারা উপেক্ষা করছেন বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

গত সপ্তাহের জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানে হামলা চালাতে পারে।

এমন আশংকা থেকে পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম গুলোতে।

নওয়াজ শরীফ বলেছেন পাকিস্তান ওই এলাকায় কৌশলগত স্থিতিবস্থা আনতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তিনি উল্লেখ করেন, পাকিস্তান ভারতের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা চায় না।
আলোচনায় বসার মত অগ্রহণযোগ্য শর্ত ভারত নিয়ে আসছে বলেও তিনি আরো অভিযোগ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ