জাতিসংঘ স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি হলেন নুরএলাহি মিনা

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নুরএলাহি মিনা।

৩১ আগস্ট (বুধবার) তথ্য মন্ত্রণালয়ের তাকে চার বছরের জন্য এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নিউইয়র্কস্থ জাতিসংঘ মিশনে আগামী চার বছর প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করবেন নুরএলাহি মিনা।

নুরএলাহি মিনা জাতিসংঘ স্থায়ী মিশনে বিজন লাল দেবের স্থলাভিষিক্ত হচ্ছেন।

গোপালগঞ্জেের এই সন্তান  ২৪তম বিসিএস তথ্য ক্যাডারের  কর্মকর্তা গত ২০১০ সালের ৫ সেপ্টেম্বর  (ছয় বছর) থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ