‘সিটিসেলের লাইসেন্স বাতিল, এক সপ্তাহ পর নেটওয়ার্ক বন্ধ’

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : মোবাইল অপারেটর কম্পানি সিটিসেলের লাইসেন্স বাতিল করেছে সরকার।

১৬ আগস্ট (মঙ্গলবার) বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সিটিসেলের ৪৭৭.৫১ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। বার বার বলার পরেও তারা টাকা পরিশোধ করেনি। তাই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজই এই প্রক্রিয়া শুরু হচ্ছে বলেও জানান মন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকরা আগামী সাতদিন সিটিসেলের রিম ব্যবহার করতে পারবেন। সাতদিন পর স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। আগামীকাল থেকে সাতদিনের গণনা শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ