সজীব ওয়াজেদ জয় অহেতুক তাঁর নাম ব্যবহার পছন্দ করেন না

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি

ঢাকা : প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাঁর নাম যুক্ত করে গঠিত সংগঠনের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বলেছেন, তিনি অহেতুক তাঁর নাম ব্যবহার করা পছন্দ করেন না।

৯ আগস্ট (সোমবার) রাতে জয় তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, আমি জানতে পেরেছি কেউ একজন ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ খুলে বসেছে। এই লীগ সম্পূর্ণ অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এর কোনো সম্পর্ক নেই।

‘বাংলাদেশ আওয়ামী সজীব ওয়াজেদ জয় লীগ’ নামে একটি নতুন সংগঠন শিগগিরই চালু হচ্ছে এই রিপোর্ট প্রকাশের একদিন পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, ‘আমার পরিবার এবং আমি অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার পছন্দ করি না।’

এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার মাতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর (শেখ মুজিবুর রহমান) ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন।

 

সূত্রঃ বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ