নিয়তি’র জন্য খেটেছেন নাইকা জলি

রবি, বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : যৌথ প্রযোজনার সিনেমার ‘নিয়তি’ মুক্তি পাচ্ছে ১২ আগস্ট। বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি পাবে। এর আগে ১০ জুলাই পশ্চিমবঙ্গের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

এবার বাংলাদেশের দর্শকের জন্য আসছে শুভ-জলি অভিনীত ‘নিয়তি’। সিনেমাটির মুক্তি উপলক্ষে রবিবার ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শুভ ও জলি এবং ছবিটির পরিচালক জাকির হোসেন রাজু। তাদেরও আশা, ‘নিয়তি’ দর্শকদের কাঁদাবে। শুভ বললেন, ‘‘এ ছবি আমাদের সন্তান। অনেক কষ্টে লালন-পালনের পর মুক্তি পেতে যাচ্ছে এটা। দর্শকরা ভালো গল্প পেলে অবশ্যই হলমুখী হবেন, তার বড় প্রমাণ মিলেছে গত ঈদে। রেকর্ড পরিমাণ দর্শক ঈদে ছবি দেখেছেন। আশা করছি, ‘নিয়তি’র গল্পও দর্শকপ্রিয়তা অর্জন করবে।’’

নায়িকা জলি বললেন, ‘‘এ ছবিই আমার ভবিষ্যৎ নিয়তি! এটাকে কখনও ছবি বলি না। আমার প্রথম ছবি ‘অঙ্গার’ হয়তো ভুলে ভরা ছিলো। তবে ‘নিয়তি’র জন্য খেটেছি, ভালো করার চেষ্টা ছিলো। শতভাগ না হলেও ৯৫ ভাগ আমার সেরাটুকু দিয়েছি এ ছবির জন্য।’’

এ সময় জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আপনারা যারা ছবি দেখতে যাবেন, তারা অবশ্যই রুমাল অথবা টিস্যু নিয়ে যাবেন। কারণ ‘নিয়তি’ ছবিটি দেখার পর আমার দুদিন মন খারাপ ছিল। বাসায় কারও সঙ্গে তেমন কোনো কথা বলিনি। আপনারাও সিনেমাটি দেখে কাঁদবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির দুই প্রধান অভিনয়শিল্পী আরেফিন শুভ ও জলি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চলচ্চিত্রনির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান ছাড়াও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেকে।

বাংলাদেশে ‘নিয়তি’ ছবিটি প্রায় শতাধিক হলে মুক্তি পাবে ১২ আগস্ট। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ‘নিয়তি’ ছবিতে শুভ-জলি ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশানী, রেসি, মৌসুমী সাহা, সুপ্রিয় দত্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ