অ্যাথলেটিকসে নিষিদ্ধই থাকল রাশিয়া

 

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : ডোপ কেলেঙ্কারির দায়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকস থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)। এর ফলে আগস্টে শুরু রিও অলিম্পিকে রুশ অ্যাথলেটদের খেলা হচ্ছে না।

গত নভেম্বরে বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) এক তদন্ত প্রতিবেদনে জানা যায়, নিষিদ্ধ ওষুধ গ্রহণের ব্যাপারটি রাশিয়ান অ্যাথলেটদের ক্রীড়াসংস্কৃতিরই অংশ হয়ে পড়েছিল। এ জন্য অ্যাথলেটদের সাহায্য করে দেশটির সরকারও। এমন অভিযোগের পর নভেম্বরেই রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশনকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আইএএএফ।

সেই নিষেধাজ্ঞা তুলে নিতে আইএএএফ-এর কাছে আবেদন করেছিল রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশন। তবে পূর্বের নিষেধাজ্ঞা বহাল রেখেছে আইএএএফ। এর ফলে রিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারছেন না রুশ অ্যাথলেটরা। ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিক বয়কটের পর এই প্রথম অ্যাথলেটিকসে দেখা যাবে না বিশ্বের অন্যতম বড় এই দেশটিকে।

ধারণা করা হচ্ছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বা সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করতে পারে রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ