জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

 

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭১তম সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ।

এর আগে ইউএনজিএ ৭১তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের প্রার্থীতার প্রতি এশিয়া-প্যাসেফিক গ্রুপ (এপিজি) সমর্থন জানায়।

এ ছাড়াও বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে বাংলাদেশসহ মোট ১৫টি দেশ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে । নিয়ম অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য পি-৫ দেশ ইউএনজিএ অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসাবে থাকবে ।
ইউএনজিএ ৭১তম অধিবেশন সেপ্টেন্বরে শুরু হবে ।

ইউএনজিএ’র আসছে ৭১তম অধিবেশনের জন্য প্রেসিডেন্ট হিসাবে ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার টমসন নির্বাচিত হয়েছেন। পিটার টমসন ইউএনজিএ’র বর্তমান প্রেসিডেন্ট ডেনমার্কের মোজেনস লিককিটপ্টের স্থলাভিষিক্ত হচ্ছেন। গোপন ব্যালটের ভোটে সাইপ্রাসের আন্দ্রেয়া ডি. মাভরোআান্নিসকে হারিয়ে পিটার টমসন প্রেসিডেন্ট নির্বাচিত হন ।

ইউএনজিএ’র আসছে ৭১তম অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশ
জাতিসংঘ কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরতে সক্ষম হবে

 

 

সূত্রঃ বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ