শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

BCSShahbaghরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বাদপড়া একদল শিক্ষার্থীর অবরোধে রাজধানীর শাহবাগে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় পাঁচ শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এই কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে চার দিকেই যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের কারণে শাহবাগের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানাচ্ছে। তারা বলছে, এই পদ্ধতির জন্য বেশি নম্বর পেয়েও তারা বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় নির্বাচিত হতে পারেনি।

বিক্ষুব্ধদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ‘বঞ্চিত শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ করছে তারা।

সরকারি চাকরিতে নিয়োগে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল গত সোমবার প্রকাশিত হয়।

এতে ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিল, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৩৩ জন।

আগে লিখিত পরীক্ষার পর কোটার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেও এবার প্রাথমিক বাছাইয়েই কোটার ভিত্তিতে ফল দেয়া হয়েছে।বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, এর ফলে মেধাবী অনেকে প্রথমেই বাদ পড়েছে।

মঙ্গলবার বিক্ষোভ মিছিলের পরদিন অবরোধ কর্মসূচি দিয়েছে চাকরিপ্রার্থীরা।

প্রিলিমিনারির নম্বর কখনোই প্রকাশ করে না সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং এই নম্বর নিয়ে চাকরি প্রার্থীরা চ্যালেঞ্জও করতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ