তথ্যমন্ত্রীকে হত্যার হুমকি

মনির হোসেন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা:  দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে রোববার সকালে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলে তার তথ্যমন্ত্রীর ব্যক্তিগত ও জাসদের সহকারী প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন এ তথ্য  জানিয়েছেন।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জানান,

তিনি বলেন,১২ জুন  (রবিবার) সকাল ১০টার দিকে “জাসদের কার্যালয়ের সিঁড়িতে কে বা কারা একটি প্যাকেট রেখে যায়। সেটা খুলে দেখা যায়, প্যাকেটের মধ্যে লাল কালিতে ক্রসমার্ক দেয়া মন্ত্রীর একটি ছবি এবং সাদা কাগজে লাল কালিতে বাংলায় লেখা রয়েছে, ‘কোরআনের আইন অমান্যের জন্য ইনুর মৃত্যু পরোয়ানা।’

 

“পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে হুমকি সংক্রান্ত সাদা কাপড় ও চিঠিসহ আলামত সংগ্রহ করেছেন।”

জাসদ সভাপতি হত্যার হুমকি দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে রাজনৈতিক জোট ১৪ দল।

বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, “এই মাত্র শিরীন আখতার আমাকে বললেন- জাসদ কার্যালয়ে হাসানুল হক ইনুর নামে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

“আমরা এটা তীব্র নিন্দা জানাই। কাপুরুষদের আমরা ভয় পাই না, আপনারাও কেউ-ই ভয় পাবেন না।”

এসময় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ