বান্দরবানে অসুস্থ নুসরাত ফারিয়া ঢাকায়

রবি, বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। লন্ডন থেকে উড়াল দিয়ে এসেছিলেন ঢাকায়। কোনো ধরনের বিশ্রাম ছাড়াই বান্দরবানে যোগ দিয়েছিলেন জাকির হোসেন রাজুর প্রেমি ও প্রেমি ছবির শুটিংয়ে। হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় শুটিংস্পটেই অসুস্থ হয়ে পড়েন এই  জনপ্রিয় মডেল অভিনেত্রী । তাৎক্ষণিকভাবে বান্দরবানের  চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসাসেবা নেওয়ার পর তাকে দ্রুত  ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে তার অসুস্থতার কারণে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘প্রেমি ও প্রেমি’ ছবির কাজ স্থগিত করা হয়েছে বলে জানান পরিচালক জাকির হোসেন রাজু।

কয়েকদিন আগে বান্দরবানে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াকে নিয়ে ‘প্রেমি ও প্রেমি’ ছবির দৃশ্যায়ন শুরু হয়। সুন্দরভাবেই সব চলছিলো। কিন্তু দ্বিতীয় দিনের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ফারিয়া। বান্দরবানের স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিয়ে আবার শুরু করেন কাজ। কিন্তু কিছুতেই কর্মশক্তি পাচ্ছিলেন না তিনি।

চিকিৎসক জানান, ফারিয়ার সপ্তাহখানেকের বিশ্রাম দরকার। এ কারণে ১০ জুন রাতের একটি উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয় তাকে। একই সঙ্গে ‘প্রেমি ও প্রেমি’র ইউনিটও ফিরেছে ঢাকায়।

এদিকে এবারের ঈদে মুক্তি পাবে নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা দ্য ডন’। এতে জিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এর আগে ‘আশিকি’ ও ‘হিরো ৪২০’ ছবি দুটির মাধ্যমে রূপালি পর্দায় আলোকিত ও আলোচিত হয়ে আসেন এই অভিনেত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ