জনগণ আস্থা হারালে যে কোনো দুর্গ ভেঙ্গে যেতে পারে

Obaidukaderসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গাজীপুর সিটি কপোরেশনে নব নির্বাচিত মেয়র ও কমিশনারদের অভিনন্দন জানিয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণের কাছে দুর্গ বলতে কিছুই নেই, জনগণ আস্থা হারালে যে কোনো দুর্গ ভেঙ্গে যেতে পারে।
রোববার দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-উত্তর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, ‘৯০ সালের পর ক্ষমতার রাজনীতি বার বার পরিবর্তন হচ্ছে। অভিন্ন কিছু লক্ষ্য করা যাচ্ছ। জনগন সরকারি দলের প্রতিক্ষুদ্ধ। তাই বার বার নীতিগত ভোট দিচ্ছে।’ তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের কারণ দলীয়ভাবে তদন্ত করা হবে। আমরা নির্বাচনে জনগণের রায় মেনে নিয়েছি। জোর-জবরদস্তি করে নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টা করিনি।’
ওবায়দুল কাদের বলেন, ‘পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধনের পথ প্রসারিত হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচনে নেগেটিপ ভোটকে পজেটিভে করতে সরকারি ও দলগতভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, দিনভর বিএনপির যত অভিযোগ তা মিথ্যা প্রমানিত হয়েছে। জাতীয় নিবার্চনের নেগেটিভ ভোট বেশি লক্ষ্য করা যাচ্ছে। এসব ভোটকে আস্তায় ফিরে আনতে আমাদের কাজ করতে হবে।
‘গাজীপুরকে আওয়ামীলীগের দূর্গ হিসেবে পরিচিত এ প্রশ্নের জবাবে তিনি বলেন,“দূর্গ বলে কিছু নেই। আস্থা হারালে জনগণ যে কোনো দূর্গ সুযোগ পেলে ভেঙ্গে ফেলতে পারে।”
‘সিটি করর্পোরেশন নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে সরকারি দলের প্রতি কতটা প্রভাব ফেলবে’ এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখনো চার মাস বাকী আছে। সুতরাং কতটা প্রভাব ফেলবে এটা বলা যায় না। এ নির্বাচন থেকে শিক্ষা নেয়ার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। এটাকে কাজে লাগাতে হবে। কীভাবে জনগণের আস্থা অর্জন করা যায় সেদিকে লক্ষ্য রেখেই আগামী নির্বাচনের কৌশল নির্ধারণ করা হবে।’
কি করা হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘দলীয় ভাবে কি কি পদক্ষেপ নেয়া হবে তা আপনাদের বলা যাবে না। তা আপনারা দেখতে পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ