টেস্ট রেটিংয়ে বাংলাদেশের উন্নতি

ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: ওয়ানডের পর এবার টেস্টেও সুখবর শোনালো মুশফিকুর রহিমের বাংলাদেশ দল। না, র‍্যাংকিংয়ে উন্নতি হয়নি। তবে বেড়েছে রেটিং পয়েন্ট। ফলাফল, নয় নম্বরে থাকা বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ব্যবধান কমেছে ৮ রেটিং পয়েন্টের।

৩ মে (মঙ্গলবার) নতুন টেস্ট র‍্যাংকিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্সকে ৫০ শতাংশ ধরা হয়েছে। অন্যদিকে, ২০১৫-১৬ মৌসুমের শতভাগ যোগ হয়েছে।

বার্ষিক এই হালনাগাদেই পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ৪৭ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৭ তে। অন্যদিকে, ৭৬ পয়েন্ট থেকে নেমে ৬৫ পয়েন্টে এসেছে ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ।

তবে শীর্ষ দুইটি স্থানে কোন পরিবর্তন আসেনি। আগের মতোই এক নম্বরে অস্ট্রেলিয়া। উন্নতি হয়েছে রেটিং পয়েন্টের। ২ থেকে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৬ পয়েন্টে। তারপরেই অবস্থান করছে বিরাট কোহলির ভারত।

নতুন র‍্যাংকিংয়ে উন্নতি করেছে পাকিস্তান। চার থেকে উঠে এসেছে তিনে। অন্যদিকে, ১৭ পয়েন্ট খুইয়ে তিন থেকে ছয়তে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ