৪০ ডিগ্রি তাপদাহে বিপর্যস্ত জনজীবন

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ সারা দেশে শুরু হয়েছে অসহনীয় তাপদাহ। মঙ্গলবার শুরু হওয়া তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে তাপমাত্রা উঠে গেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার পর্যন্ত এই তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে বিরাজ করবে। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে আরো বেশি। মঙ্গলবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বাতাসে ৮৪ শতাংশ আর্দ্রতা রেকর্ড করা হয়েছে।

বাতাসের গতি ১০ থেকে ১৬ কিলোমিটার। বইছে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে। বৃহস্পতিবার বিকেল ও পরদিন শুক্রবার বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে অ্যাকুওয়েদার। আর বৃষ্টি হলেও তা ২ মিলিমিটারের নিচেই থাকবে। শনি ও রবি বার তাপমাত্রা আরো বেড়ে ৪১ ডিগ্রিতে পৌছে যাবে। তবে পরদিন ২৫ এপ্রিল থেকে তাপমাত্রা কমতে থাকবে।

৫ মে পর্যন্ত ৩০ থেকে ৩২ ডিগ্রিতে ওঠানামা করবে তাপমাত্রা। গত কয়েক দিন ধরেই রাজধানী ঢাকাসহ সারা দেশে বিরাজ করছে অসহনীয় গরম। কিন্তু মঙ্গলবার শুরু হওয়া তাপপ্রবাহ হাঁসফাঁস করছে মানুষ। বেড়ে গেছে গরমজনিত ও পানিবাহিত রোগ। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীরা পড়েছেন অবর্ণনীয় বিড়ম্বনায়।

 

 

 

সূত্রঃ কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ