দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি
ঢাকা (১৬ এপ্রিল ২০১৬) : উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা, ভারতীয় চলচ্চিত্রের ‘ট্র্যাজেডি কিং’ খ্যাত দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯৩ বছর বয়সী এই অভিনেতা গতকাল (১৫ এপ্রিল) রাত ২টায় মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। দিলীপ কুমার শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছেন।

ভারতের গণমাধ্যম জানায়, দিলীপ কুমারকে অভিনেতাকে আইসিইউতে না নেওয়া হলেও নজরদারিতে রাখা হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন নয় বলে লীলাবতি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

১৯৪৪ সালে জোয়ার ভাটা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় দিলীপ কুমারের। এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে যান এই অভিনেতা। দিলীপ কুমারের প্রকৃত নাম মো. ইউসুফ খান। ভারতীয় চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর তার নাম রাখা হয় দিলীপ কুমার। খ্যাতিমান অভিনেত্রী সায়রা বানু তার স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ