লক্ষাধিক ভোটের ব্যাবধানে জয়ী হতে চলেছে মান্নান

mannanvictoryগাজীপুর রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রায় লক্ষাধিক ভোটের ব্যাবধানে জয়ী হতে চলেছে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী এম এ মান্নান।এবিসি নিউজ বিডির গাজীপুর প্রতিনিধি বিভিন্ন মাধ্যম থেকে এমন আভাস পেয়েছেন বলে জানা গেছে।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আজমত উল্লা খানকে ১ লাখের বেশি ভোটে হারাতে যাচ্ছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান।

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভরাডুবির পর জাতীয় নির্বাচনের আগে গাজীপুরের এই নির্বাচনকে ক্ষমতাসীনদের জন্য ‘শেষ পরীক্ষা’ হিসেবে দেখছিলেন রাজনীতি পর্যবেক্ষকরা।

বাকিটা সর্বশেষ ফলাফল আসলেই বলা যাবে যে ক্ষমতাসীনদের এখানেও তরী ডুবল কিনা।

আর তাই বড় দুই দলকেই পূর্ণ শক্তি নিয়ে নামতে দেখা গেছে এই নির্বাচনে। শুরু থেকে শেষ পর্যন্ত শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে দেখা গেছে প্রচারে।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবং ভোটগ্রহন শেষেই তা গননা শুরু হয়।

বিএনপি কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের ফল জানানো হচ্ছে। আওয়ামী লীগ কার্যালয় থেকেও ফলাফল জানানো শুরু হলেও পাঁচটি কেন্দ্রের ফল জানানোর পর তা বন্ধ করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ