জোহার ব্যাপারে ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে র‌্যাবের ছায়া তদন্ত টিমের সদস্য ও আইসিটি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার নিখোঁজের ব্যাপারে ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

১৯ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনব্যাপী প্রথম শেকৃবি আন্তবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তব্য শেষে উপস্থিত সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘তানভীর জোহার ব্যাপারে আমরা এখনো ঠিকভাবে বলতে পারছি না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিংবা তার কাছ থেকে কোনো তথ্য নেবার জন্য যদি ধরে থাকে তবে অবশ্যই প্রোডিউস করা হবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। তার খোঁজ পেলে আমরা আপনাদের জানাবো। কারণ, তাকে আমাদেরও প্রয়োজন।’

তদন্তের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তদন্তের প্রয়োজনে আমাদের যা যা করা প্রয়োজন আমরা তা করবো। দেশে হোক বা বিদেশে হোক যারা এ কাজ করেছে কিংবা যাদের মাধ্যমে হয়েছে তাদের খুঁজে বের করবো। এবং ভবিষ্যতে যাতে না হয় সে প্রচেষ্টাও আমাদের থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ