মাতওয়ানির সঙ্গে কাজে আগ্রহী কারান

karanবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লুটেরা’ সিনেমার পরিচালক বিক্রমাদিত্য মাতওয়ানির সঙ্গে কাজ করতে চান কারান যোহর।

পরিচালক বিক্রমাদিত্য মাতওয়ানির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পরিচালক এবং প্রযোজক কারান জোহর। মুক্তিপ্রতীক্ষিত ‘লুটেরা’ সিনেমায় বিক্রমাদিত্যের পরিচালনা দেখে মুগ্ধ হয়েই এই আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান কারান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কারান বলেন, “আমি যদি তার সঙ্গে কাজ করতে পারি তাহলে সত্যিই খুব খুশি হব। ২০১০ সালে তার সিনেমা ‘উড়ান’ দেখার পরই আমি একথা বলেছিলাম তাকে।”

৩৬ বছর বয়সী ওই পরিচালক রণবীর সিং এবং সোনাক্ষি সিনহা অভিনীত ‘লুটেরা’ সিনেমা দেখে বিক্রমাদিত্যর প্রশংসা করেছেন। তিনি বলেন, “সবসময় এমন অসাধারণ প্রেম কাহিনি দেখার সুযোগ পাওয়া যায় না। রণবীর এবং সোনাক্ষিকেও দারুণভাবে তুলে ধরেছেন তিনি।”

৫ জুলাই সিনেমাটি মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ