আধুনিক ই-মেইলের জনক রে টমলিনসন আর নেই

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : আধুনিক ই-মেইলের জনক রে টমলিনসন আর নেই। ৭ মার্চ রাতে তিনি মৃত্যুবরন করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিয়োগদাতা প্রতিষ্ঠান রেথিয়ন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তবে মৃত্যুও কারণ উল্লেখ করা হয়নি।

রে বরাবরই প্রচারবিমুখ ছিলেন। গণমাধ্যমে তাঁকে খুব কম দেখা গিয়েছে। তবে তাঁর অবদানের কথা অস্বীকার করার উপায় নেই। ১৯৭১ সালে প্রথমবারের মতো কোনো ব্যবহারকারীকে নির্দিষ্ট ঠিকানায় ই-মেইল পাঠানোর পদ্ধতি উদ্ভাবন করেন তিনি। তার আগেও অবশ্য ই-মেইল প্রচলিত ছিল। তবে তা একটা নির্দিষ্ট নেটওয়ার্কের সবাইকে একসঙ্গে পাঠাতে হতো। ব্যবহারকারী এবং গন্তব্যের মধ্যে ‘অ্যাট দ্য রেট অব (@)’ চিহ্ন যোগ করে ই-মেইল ঠিকানার প্রবর্তন করেন রে। চিহ্নটি কালক্রমে ই-মেইলের প্রতীকে পরিণত হয়। কাজে অবদানের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ