দিতি ও খোকনের শারীরিক অবস্থা অপরিবর্তিত

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: জনপ্রিয় চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি এবং গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তারা দুজনই হাসপাতালেই চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
 
মুখগহ্বরে নিউরো মটর ডিজিজে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন শহীদুল ইসলাম খোকন। অন্যদিকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতে দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন দিতি। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে দিতির কন্যা লামিয়া ও পুত্র শাফায়েত দীপ্ত মায়ের দেখভাল করছেন।
 
দিতির শারীরিক অবস্থার খবর নিতে গিয়ে হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি আগের মতোই আছেন। স্বাভাবিকভাবে খেতে পারছেন না। নাকে পাইপ লাগিয়ে খাওয়া-দাওয়া করানো হচ্ছে। অন্যদিকে খোকনের শারীরিক অবস্থা বিষয়ে তার স্ত্রীর বড় বোন রুমা আজাদ বলেন, আগের মতোই কষ্ট হচ্ছে তার।
 
আল্লাহর নিকট দোয়া প্রার্থনা ছাড়া এখন আর কিছু করার নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ