বনশ্রীতে ভাইবোন হত্যা, মা’কে জিজ্ঞাসাবাদ চলছে

আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,

ঢাকা : রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাইবোন হত্যার ঘটনায় রিমান্ডে থাকা মা’কে জিজ্ঞাসাবা চলছে। রিমান্ড পওয়ার পর শুক্রবার রাতে কয়েক দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বলার মত কোন অগ্রগতি নেই বলে জানিয়েছে পুলিশ।

৫ মার্চ (শনিবার) তদন্ত সংশ্লিষ্ট সূত্র এবিসিনিউজবিডিকে এসব তথ্য জানায়।

এর একদিন শুক্রবার এই মামলার একমাত্র আসামি নিহত নুসরাত আমান ও আলভী আমানের মা মাহফুজা মালেককে পাঁচ দিনের রিমান্ডে নেয় রামপুরা থানা পুলিশ। এই দিন সকালে নুসরাত ও আলভীর বাবা আমান উল্লাহ স্ত্রী মাহফুজাকে আসামি করে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবিসিনিউজবিডিকে বলেন, ‘শুক্রবার রাতে মাহফুজা থানার হাজতখানায় ছিলেন। রাতে ভাত খেয়েছেন।

রফিকুল ইসলাম আরো বলেন, ‘মাহফুজা স্বাভাবিক আছেন। থানা হাজতে পুলিশ তাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছে। নতুন কোন তথ্য সে দেয়নি। আগের কথা ….. প্রতিবারই মাহফুজা বলেছেন, বাচ্চাদের পড়াশোনা নিয়ে চিন্তিত ছিলেন। এ কারণে হত্যা করেছেন।’

গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। মামলাটি তদন্ত করেছেন রামপুরা থানার পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ