বাসে উঠে ছুরি মেরে কলেজ ছাত্র খুন

savarbusরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাভারের জিরানি বাসস্ট্যান্ড এলাকায় বাসে উঠে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রকে ছুরি মেরে হত্যা করেছে এক যুবক।

নিহত সোহেল রানা (১৭) ওই কলেজের ব্যবসায় প্রশাসন শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি আশুলিয়ার জিরানির টেংগুরি এলাকায়।  বাবার নাম আনসার আলী।পুলিশের সাভার সার্কেলের এসএপি রাসেল শেখ এবিসি নিউজ বিডিকে জানান, সোহেল রানা শনিবার  সকালে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে করে কলেজে যাচ্ছিলেন। পথে আশুলিয়ার চক্রবর্তী এলাকায় এক যুবক ওই গাড়িতে ওঠে এবং পিছন থেকে রানাকে ছুরি মেরে দ্রুত নেমে যায়।

বাসের আরোহীরা মুমূর্ষু অবস্থায় রানাকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে এএসপির ধারণা।

রাসেল শেখ জানান, রানার লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ