আহত পরীমনি ঢাকায়

বিনোদেন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সময়ের আলোচিত নায়িকা পরীমনি। মঙ্গলবার চাঁদপুরে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’এর শুটিং করার সময় আহত হন তিনি। আহত হওয়ায় চাঁদপুর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরেছেন নায়িকা।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, মঙ্গলবার বিকালে ‘স্বপ্নজাল’এর শুটিংয়ে পরীমনি কোমর ও পিঠে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি ক্লিনিকে এক্সরে করাসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার বিকালে তাকে চাঁদপুর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

এদিকে পরীমনি তার অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছু দাগ স্মৃতি হয়ে রয়ে যাক। রানা প্লাজা ছবির শুটিংয়ের ব্যথার দাগ এখনো আছে। আর আজ, স্বপ্নজালে ব্যথা পেলাম। তাও সেই একই হাতে।

তিনি আরো লিখেছেন, তবে এবার একা নয়। ব্যথার সঙ্গী (সোনাই)। ওরও খুব লেগেছে। আমার হাতে আর সোনাই এর পায়ে। ফারুক কাকা, আনোয়ার ভাই আজ তোমরা না থাকলে হয়তো আমরাই থাকতাম না। ধন্যবাদ না তোমাদের প্রাণভরে দোয়া করি সুস্থ হয়ে বাঁচো আর এই ভাবে জীবন বাঁচাও মানুষের কল্যাণ করো। বন্ধুরা তোমাদের ভালোবাসায় আর আল্লাহর রহমতে ভালো আছি।’

পরীমনি গণমাধ্যমকে বলেন, চলতি ট্রলি থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম। হঠাৎ ব্যালেন্স হারিয়ে ফেলি আমরা। সবার দোয়ায় আজ বেঁচে গেছি। এক্সরে করে জানা গেছে, হাতের হাড় না ভাঙলেও মচকে গেছে। এ হাতটাকে কয়েকদিন সাপোর্টিং ব্যাগে ঝুলিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ