নেইমারের দলকে হারালো মেসি

messineymarস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পেরুর লিমায় এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছেন বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আর নেইমার। শিশুদের জন্য তহবিল গঠনের এ ম্যাচে মেসি একাদশ নেইমারের দলকে হারিয়েছে ৮-৫ গোলে।

দল হারলেও ৪৫ মিটার দূর থেকে করা এক গোলে নিজের প্রতিভার ঠিকই জানান দিয়েছেন কনফেডারেশন্স কাপের সেরা খেলোয়াড় নেইমার।

মঙ্গলবার রাতের এ ম্যাচে গোলের সূচনা করেন চারবারের বিশ্বসেরা মেসি। মেসি অ্যান্ড ফ্রেন্ডস দলের হয়ে খেলেন আর্জেন্টিনার পাবলো আইমার আর ইতালির পাবলো ওসভালদোর মতো তারকা। নেইমার খেলেন ওয়ার্ল্ড ইলেভেন দলে। ব্রাজিলের দানি আলভেস দুই অর্ধে খেলেন দুই দলেই।

প্রথমার্থে নেইমার পেনাল্টি কিকে গোল করতে ব্যর্থ হলে ৫-১ গোলে এগিয়ে যায় মেসির দল।তবে ব্রাজিল তারকা দ্বিতীয়ার্ধে দুটো গোল করেন, যার মধ্যে রয়েছে ৪৫ মিটার দূর থেকে করা লবে উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে বোকা বানানো সেই গোল।

আগামী মৌসুমে বার্সেলোনায় মেসির সঙ্গে জুটিবদ্ধ হয়ে খেলবেন ৫ কোটি ৭০ লাখ ইউরোতে সান্তোস থেকে ন্যূ ক্যাম্পে যাওয়া নেইমার। কনফেডারেশনস কাপে অনবদ্য নৈপুন্য দেখিয়ে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করায় সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল পাওয়ার পাশাপাশি তিনি ৪টি গোল করে জিতেছেন ব্রোঞ্জ বুটও।

মেসি অ্যান্ড ফ্রেন্ডস সিরিজের এই ম্যাচ থেকে পাওয়া অর্থ ব্যয় হবে শিশুদের কল্যাণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ