নতুন ছবিতে ব্যস্ত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক,এবিসিনিউজবিডি, ঢাকা: জেলজীবন শেষ হয়েছে সঞ্জয় দত্তের। ভারতের মিডিয়াপাড়া এ নিয়ে ভীষণ ব্যস্ত ছিল গত কয়েক দিন। তবে সঞ্জয় দত্ত ব্যস্ত তাঁর নতুন ছবির কাজ নিয়ে।

জেলফেরত সঞ্জয়ের প্রথম ছবিটি হবে অ্যাকশনধর্মী। এখনো নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন ‘ব্যাং ব্যাং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এ বিষয়ে বার্তা সংস্থা পিটিআইকে সিদ্ধার্থ বলেন, ‘আমরা খুব শিগগির নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এটা একটা অ্যাকশন ছবি হবে। থ্রিলারের সব উপাদানই থাকবে ছবিটিতে। খুব তাড়াতাড়ি ছবিটির শুটিং শুরু হবে।’

বরাবরই অ্যাকশন ছবিতে সাফল্য পেয়েছেন সঞ্জয় দত্ত। সেটা নায়ক কিংবা খলনায়ক উভয় চরিত্রেই।

৫৬ বছর বয়সী সঞ্জয়ের হাতে আরো বেশ কিছু ছবি রয়েছে। এসব ছবির মধ্যে উমেশ শুক্লার নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি রয়েছে। আরো আছে ইন্দ্র কুমারের ‘ধামাল’ সিরিজের নতুন ছবি এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় ছবি।

সব মিলিয়ে সঞ্জয় দত্ত আবারো বলিউডে ঝড় তুলবেন বলেই আশা করছেন তাঁর ভক্তরা।

১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে। সে সময়ে তাঁর বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর অবৈধ অস্ত্র রাখার দায়েই ৪২ মাস জেল খাটতে হয়েছে সঞ্জয়কে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ