আজ বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত

নোমান রিয়ান, ক্রিয়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৪ রানে হারাল গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ১৩০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে আমিরাত।

আর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ভাল শুরু করেও পরে সবকিছু এলোমেলো হয়ে যায়। ফলে, শেষমেশ ৪৫ রানে হেরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। সেই হারের বেদনা নিয়েই আবার মাঠে নামছে বাংলাদেশ।

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

বাছাইপর্বে চারটি দলের মধ্যে সবার উপরে থেকেই এশিয়া কাপের মূল পর্বে খেলছে সংযুক্ত আরব আমিরাত। ওই পর্বে আফগানিস্তান, হংকং ও ওমানকে হারায় আমিরাত। অর্থাৎ, তিনটি ম্যাচে অংশ নিয়ে তিনটিতেই জয় পায় আমিরাত।

আমিরাতের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমিরাতকে মোটেও হালকা করে দেখছে না বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড ও হংকংয়ের বিরুদ্ধেও হেরেছে বাংলাদেশ। ফলে, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্ককরণে কাউকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ