সচিবের বাসায় বৃদ্ধা গৃহকর্মী ৩ বছর বন্দি

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : রাজধানীর বেইলি রোডের বেইলি স্কয়ার সরকারি অফিসার্স কোয়ার্টারে এক বৃদ্ধা গৃহকর্মীকে তিন বছর ধরে তালাবদ্ধ করে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

ওই গৃহকর্মীর নাম জাহানারা (৬০)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রবিউল ইসলামের বাসায় তিনি থাকেন। রবিউলের স্ত্রী সোমা সেনাকল্যাণ ভবনের ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা। গৃহকর্মী জাহানার ছেলে বাচ্চু কিশোরগঞ্জের পাসতা গ্রামে কাঁচামালের ব্যবসা করেন।

বাচ্চু বলেন, ‘তিন বছর আগে মা বাড়ি থেকে অভিমান করে বাসা ছেড়ে ঢাকায় এসেছিলেন। এরপর জানতে পারি তিনি বেইলি রোডে এক সরকারি কর্মকর্তার বাসায় কাজ করছেন। কিন্তু মা যেখানে কাজ করতেন সেখানে তার সঙ্গে কোনোদিন দেখা করতে পারিনি। তার বেতনের টাকা আমাকে ওই বাসার মালিকের এক আত্মীয় অগ্রিমভাবে দিয়ে আসতেন। সেই সময় মায়ের সঙ্গে দেখা করা হতো।’

‘ওই বাসার গাড়িচালক মো. আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আমার মোবাইলে মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন। মা কান্না করে তখন বলেন, আমার শরীর কাঁপে, এখানে আমাকে মারধর করা হয়। আমাকে বাড়ি নিয়ে চল’, বললেন বাচ্চু।
তিনি বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঢাকায় এসে ওই গাড়ি চালকের মাধ্যমে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েও পারিনি। উল্টো বেইলি স্কোয়ারের এক দারোয়ান গাড়িচালক আনোয়াকে মারধর করেছেন।’

এ বিষয়ে গাড়িচালক আনোয়ার হোসেন বলেন, ‘বাসার বৃদ্ধ গৃহকর্মীকে প্রায়ই বাড়ির মালিকের স্ত্রী ও তার ছেলে কিশোর সিজন মারধর করতেন। ওই নারীর সঙ্গে তার পরিবারের কারও কথা বলতে দেয়া হতো না। বৃদ্ধা ওই নারী তার ছেলের ফোন নম্বর আমাকে দিয়ে হাত ধরে কান্নাকাটি করলে আমি তার ছেলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম।’

এদিকে শুক্রবার বিকেলে সরেজমিনে বেইলি স্কোয়ারের ওই বাসায় গিয়ে সড়ক বিভাগের কর্মকর্তা রবিউল ইসলামের বাসা তালাবদ্ধ দেখা যায়। তবে বাড়ির রান্নাঘর থেকে এক বৃদ্ধা হাত নেড়ে তাকে উদ্ধারের জন্য ইশারা করছিলেন।

এ সময় বৃদ্ধার ছেলে বাচ্চু ও তার স্ত্রী পারভীনকে নিয়ে রমনা থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পুলিশ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘স্যার (রবিউল ইসলাম) বাসায় নেই। রাত ১০টার দিকে তিনি বাসায় আসবেন। এখন বাচ্চু ও তার স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হবে। স্যার এলে বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

মোবাইলে যোগাযোগ করা হলে রবিউল ইসলাম বলেন, ‘আমি বাসার বাইরে একটি অনুষ্ঠানে আছি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ না করে কিভাবে বাসায় চলে এলেন? আমরা কাউকে বাসায় বন্দি করে নির্যাতন করিনি।’

আপনার বাসার গৃহকর্মীকে তালাবদ্ধ করে রেখে সবাই চলে গেলেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বাসায় তো কেউ নাই। তাই তাকে (গৃহকর্মী) তালাবদ্ধ করে বাসার বাইরে যেতে হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ