গার্মেন্টসের শতাধিক সেলাই মেশিনসহ গ্রেপ্তার ৪

chitaরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রামে পোশাক শিল্পে ব্যবহারের ১০১টি সেলাই মেশিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে দুটি কভার্ড ভ্যানে এসব মেশিন আটক করা হয়।

এরা হলেন- নাছির আলী, আহমদ হাবীব, নূরে আলম ও মো. রুবেল। তারা চারজনই কভার্ড ভ্যান দুটির চালক ও সহকারী।

ইপিজেড থানার ওসি আবুল মনসুর এবিসি নিউজ বিডিকে বলেন, সিরাজ অ্যান্ড সন্স নামের একটি পোশাক কারখানা থেকে সেলাই মেশিনগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

পোশাক শিল্পে ব্যবহারের জন্য আমদানি করা সেলাই মেশিন বিক্রি করতে হলে বন্ড কাস্টমসের অনুমতির প্রয়োজন হয় বলে জানান তিনি।

কিন্তু কভার্ড ভ্যানে থাকা সেলাই মেশিনগুলোর যথাযথ কাগজপত্র পাওয়া যায়নি বলে সেগুলো আটক করা হয়েছে বলে ওসি জানান।

আটক সেলাই মেশিনগুলোর দাম আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ