বরখাস্ত হওয়া দুই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : রাজধানীর কল্যানপুর পোড়া বস্তিতে রিকশা চালককে বিনা কারণে গুলি করার অপরাধে মিরপুর থানার অভিযুক্ত দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে পুলিশ।

রোববার রাতে কল্যানপুর পোড়া বস্তির ভেতরেই পায়ে গুলিবিদ্ধ হন রিকশা চালক সাজু। তার কোন আকুতিই দুই কনষ্টেবলের মন গলাতে পারেনি। সাজু বর্তমানে মিরপুর ১০ নম্বরের গ্যালাক্সি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার  গ্রামের বাড়ি ভোলা জেলায়।

ডিএমপি সদর দপ্তরের একটি সূত্র জানায়, বস্তিতে রিকশাচালককে গুলি করার ঘটনায় অভিযুক্ত দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদেও দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

এবিসিনিউজবিডিকে চিকিৎসাধীন সাজু বলেন, ‘রোববার গভীর রাতে মিরপুর থানার এসআই পলাশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে ১০ নম্বরের গ্যালাক্সি হাসপাতালে ভর্তি কওে রেখে যান। কারো সঙ্গে কথা বলতেও বারণ করেন তিনি। সেই থেকে আর কেউ তার খোঁজ নেয়নি।’

সাজু আরো জানায়, ‘সোমবার সকালে সাজুর পায়ের আঙুলের কিছু অংশ অপারেশন করে ফেল দেওয়া হয়। এখন অপারেশনের পর টাকা দিতে না পারায় কর্তৃপক্ষ হাসপাতাল থেকে আমাকে বের করে দিতে চাচ্ছে। অথচ আমার যে অবস্থা, তাতে হাঁটা তো দূরের কথা, নড়াচড়া করাও অসম্ভব হয়ে পড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ