দানবের সাথে মানবেরসহ অবস্থান হয় নাঃ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতিবাদ দিয়ে সবুজ ও টেকসই উন্নয়ন করতে হবে। বাংলাদেশে জঙ্গি দানবের কোনো স্থান নেই। দানবের সাথে মানবেরসহ অবস্থান হয় না।

শুক্রবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খেলার মাঠে বুয়েট এলাইমনাই আয়োজিত গ্রান্ড রিইউনিয়ন ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুয়েট এলামনাই-এর সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. উকবাল মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বুয়েট এলামনাই এর সহ-সভাপতি প্রকৌশলী মুনিরুদ্দিন আহমেদ, সেক্রেটারি জেনারেল ড. প্রকৌশলী সাদিকুল ইসলাম ভ‚ইয়া ও বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক প্রকৌশলী মো. দেলোয়ার।

তথ্যমন্ত্রী বলেন, আমি একজন প্রকৌশলী হলেও এখন একজন সামাজিক প্রকৌশলী হিসেবে কাজ করছি। প্রকৌশলীদের পেশাগত দায়িত্ব পালনের শেষে তিনি সামাজিক প্রকৌশলী হিসেবে কাজ করার আহ্বান জানান। পুরানো ধারনা থেকে বেরিয়ে এসে নতুন ধারা সৃষ্টি করতে হবে। এখন সময় এসেছে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার। প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ দেশের সকল সম্পদ থেকে রক্ষা করতে হবে, এ ক্ষেত্রে প্রকৌশলীদের অগ্রগণ্য ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ যেন বাংলাদেশের পথে থাকে। অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশের পথ থেকে সরে না যায় তার দিকে নজর রাখতে হবে। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান পাশাপাশি অবস্থান যেন থাকে। ঈদ, দুর্গাপুজা, বড়দিন-বৌদ্ধপুর্নিমা পালনের পথে যেন সবাই মিলে একসাথে থাকতে পারি সেদিকেও খেয়াল রাখতে হবে।

আলোচনা শেষে বুয়েট খেলার মাঠে প্রধান অতিথি বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এলামনাই অনুষ্ঠানে বুয়েটের ১৯৫১ ব্যাচের ছাত্র তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইমাম উদ্দিন চৌধুরীসহ প্রধান প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

 

সুত্রঃ  বাসস।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ