সাংবাদিকরা ভোটকক্ষে অবাধে যেতে পারবেনঃ সিইসি

নোমান রিয়ান, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ  মঙ্গলবার, ২৯ ডিসেম্বর রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন,

সাংবাদিকরা ভোটকক্ষে অবাধে যেতে পারবেন । বেশি সময় সেখানে অবস্থান না করার কথা বলেন ।

তিনি পৌর নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচনে কেউ অনিয়ম তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নির্দেশ দেন সিইসি ।

ভোটারদের উদ্দেশ্যে রকিবউদ্দীন বলেন, ‘আমি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যান। যাকে পছন্দ তাকে ভোট দিন।’

সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব আইন মোতাবেক নিরপেক্ষভাবে পালনের নির্দেশ দিচ্ছি। নির্বাচনে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্ব এবং দায়িত্বে শৈথিল্য বরদাশত করবো না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ