নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় খালেদাঃ হাছান মাহমুদ

চট্টগ্রাম প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকাঃ সোমবার, ২৮ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৌর নির্বাচনে ‘পরাজয় নিশ্চিত জেনে তা প্রশ্নবিদ্ধ করার’ চেষ্টা করছেন ।

ঢাকায় খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়া নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ইসির বিরুদ্ধে এবং বিএনপি নেতা-কর্মীদের হামলা ও ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।

 

সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ আরো বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে আওয়ামী লীগের কোনো মন্ত্রী বা সাংসদ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে না পারলেও বিএনপির সাবেক মন্ত্রী ও সাংসদরা তাদের প্রার্থীর পক্ষে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন।

“এ কারণে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ লেভেল প্লেয়িং ফিল্ড হারিয়েছে।”

সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান বলেন, “বিভিন্ন স্থানে বিএনপি নেতারা উস্কানিমূলক বক্তব্য রাখছে। সোমবার চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় ২০ দলীয় জোটের নেতা অলি আহমদের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ নেতার ওপর হামলা হয়েছে।”

বিএনপি নির্বাচনে থাকায় সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আশা করি, সিটি করপোরেশন নির্বাচনের মতো পৌর নির্বাচনের দিন সকালেই বর্জনের ঘোষণা দেবেন না।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ