বছরের শুরুতেই আসছেন ডিপজল

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসের রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবির মাধ্যমে আবারও বড়পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। ১৬ ডিসেম্বরের আগে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পরিচালক।

পরিচালক রাজু এক সাক্ষাৎকারে বলেন, ‘মনোয়ার হোসেন ডিপজল অনেক গুণী অভিনেতা। তাঁকে কেন্দ্র করেই ‘অনেক দামে কেনা’ ছবির গল্প সাজানো হয়েছে। এর আগে উনি অনেক রূপে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন। এই ছবিতে তিনি অনেক মজার একটি চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন। এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছি। সম্পাদনা, ডাবিংয়ের কাজও শেষ। দুটি গানের শুটিং বাকি ছিল, যেটা দুদিন আগে শেষ করেছি। এখন গানের এডিটিং চলছে। দুই সপ্তাহ লাগবে গানের এডিটিং শেষ করে পুরো কাজটি শেষ করতে। আশা করছি ১৬ ডিসেম্বরের আগেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব। আগামী বছরের শুরুতে ভালো একটা দিন দেখে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’

ছবিতে নিজের চরিত্র নিয়ে মনোয়ার হোসেন ডিপজল সংবাদিকদের বলেন, ‘অভিনয় আমার রক্তে মিশে আছে। আমি চাই বছরজুড়েই আমার ছবি মুক্তি পাক। কিন্তু ছবির পরিবেশ কেমন যেন হয়ে গেছে, যে কারণে নিজে ছবি বানাচ্ছি না। এরই মধ্যে আমার ‘স্বামী ভাগ্য’ ছবিটি প্রায় শেষ হয়ে আছে, কিন্তু সেটিও শেষ করতে ইচ্ছা করছে না। পরিবেশ ভালো হলেই আবারও কাজ শুরু করব। বেশ কয়েকটি ছবির গল্প গুছিয়ে বসে আছি, কিন্তু কাজ শুরু করার পরিবেশ পাচ্ছি না। কবে শুরু করব বলতে পারছি না। ‘অনেক দামে কেনা’ ছবিটি অনেক ভালো হয়েছে। যে কারণে অভিনয় করেছি। ভালো গল্প আর মেকিং হলে যে কারো ছবিতে অভিনয়ের ইচ্ছা আছে। কিন্তু ভালো গল্প আর মেকারের অভাবে অভিনয় করছি না। এই ছবিটিতে আমার চরিত্রটা আমার পছন্দ হয়েছে বলেই অভিনয় করেছি। তবে চলচ্চিত্রের এমন অবস্থা থাকবে না। এর আগেও অশ্লীলতার কারণে ছবির পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। এখন পড়েছে নকলের কবলে। আশা করি এখান থেকেও চলচ্চিত্র আবার উঠে দাঁড়াবে।’

নতুন এই ছবির গল্পে ডিপজলকে দেখা যাবে একজন ভালো মানুষের চরিত্রে। একাকিত্বের জ্বালায় রাতে তিনি শহরে ঘুরে বেড়ান আর গরিব মানুষকে সাহায্য করেন। নায়ক বাপ্পীর চরিত্রটি তাঁকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানান ডিপজল। ‘সিটি লাইটস’ ছবির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জাহির বাবু। ডিপজল, বাপ্পী ছাড়াও এ ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন মাহিয়া মাহি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ